ঢাকাSunday , 10 August 2025
  1. অন্যান্য
  2. অন্যান্য দল
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আ:লীগ
  6. আইন-আদালত
  7. আনন্দ সময়
  8. আন্তর্জাতিক
  9. আমাদের মিডিয়া
  10. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  11. ইসলামের আলো
  12. এনসিপি
  13. খুলনা বিভাগ
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুর স্টাইলে’ ৫ সাংবাদিককে হত্যার পরিকল্পনা, ফেনীতে ছাত্রলীগের হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস

Link Copied!

📝 গাজীপুরের ঘটনার পুনরাবৃত্তি ঘটিয়ে ফেনীর পাঁচ সাংবাদিককে হত্যার পরিকল্পনার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একাধিক নেতার বিরুদ্ধে। গোয়েন্দা তৎপরতায় ফাঁস হওয়া একটি হোয়াটসঅ্যাপ চ্যাটে এই নৃশংস পরিকল্পনার তথ্য মিলেছে, যা সাংবাদিক মহলে চরম উদ্বেগ সৃষ্টি করেছে।

টার্গেটে পাঁচ সাংবাদিক

মাদারল্যান্ড২৪ ডেস্ক: শনিবার (৯ আগস্ট) রাতে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ফেনী সংবাদদাতা ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন ফেনী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

অভিযোগে বলা হয়, ‘একতাই শক্তি’ নামের ছাত্রলীগ-যুবলীগের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ফেনীর পাঁচ সাংবাদিককে টার্গেট করা হয়। তারা হলেন—

মোহাম্মদ শাহাদাত হোসেন (ফেনীর সময়)

আরিফুর রহমান (যমুনা টিভি)

আরিফ আজম (ফেনীর সময়)

সোলায়মান হাজারী ডালিম (এখন টিভি)

জাহিদুল আলম রাজন (এনটিভি অনলাইন)

গ্রুপে খোলাখুলি হামলার আলোচনা

ওই গ্রুপে সাইফ উদ্দিন মানিক লেখেন— “গাজীপুরের মতো মিডিয়ার ট্রায়ালের চান্স নেওয়া দরকার… শাহাদাত, আরিফ আজম, আরিফ, রাজন—এদের কাউকে টার্গেট করা উচিত।”

অন্যদিকে সাহেদ অভি হুমকি দেন, “১০ বছর পর হলেও ছাড় নেই… মাটির নিচ থেকে তুলে আনব।”

নেতাদের নাম ও পরিকল্পনার ধরন

জানা যায়, ‘গাজীপুর স্টাইলে’ আচমকা হামলা, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা অথবা রাতের আঁধারে সাংবাদিকদের বাড়িতে অগ্নিসংযোগের পরিকল্পনা চলছে।

গ্রুপের অ্যাডমিনদের মধ্যে রয়েছেন—জেলা ছাত্রলীগ সভাপতি তোফায়েল আহাম্মদ তপু, সাধারণ সম্পাদক নূর করিম জাবেদ, সহসভাপতি সাহেদ আকবর অভি, পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক আবুল হাসনাত তুষারসহ একাধিক প্রভাবশালী নেতা। তাদের অধিকাংশই হত্যাসহ বিভিন্ন মামলার পলাতক আসামি।

উদ্বেগ ও দাবি

ফেনীর প্রবীণ সাংবাদিক এ কে এম আবদুর রহীম বলেন, “এ ঘটনায় সাংবাদিক সমাজ আতঙ্কে রয়েছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।”

সুজন জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ হোসেন নিন্দা জানিয়ে বলেন, “পলাতক আসামিরা নাশকতার নতুন প্ল্যান করছে।”

সাংবাদিক ইউনিয়ন ফেনীর সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, “গণমাধ্যমের স্বাধীনতায় হুমকি সহ্য করা হবে না। অপরাধীর পরিচয় দেখে নয়, আইনের আওতায় আনতে হবে।”

পুলিশের অবস্থান

ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ সামছুজ্জামান জানান, বিষয়টি আগেই গোয়েন্দারা জেনেছে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত ও সাইবার সেলের মাধ্যমে তথ্য যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তথ্যসূত্র

 

📰আরো পড়ুন:☞ গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় সরাসরি অংশ নেওয়া সাতজন গ্রেপ্তার: পুলিশ

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। আমাদের ওয়েবসাইট- www.motherland24.com