📝 দৌলতপুরের পচামাদিয়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভয়াবহ হামলা, আহত দোকানি হাসপাতালে, অভিযুক্ত পলাতক
ডেস্ক রিপোর্ট: কুষ্টিয়ার দৌলতপুরে বাকিতে সিগারেট না দেওয়াকে কেন্দ্র করে ঘটে গেছে এক রোমহর্ষক ঘটনা। স্থানীয় সূত্রে জানা গেছে, পচামাদিয়া গ্রামে সোমবার (১১ আগস্ট) সকালে এক দোকানির ডান কান কামড়ে ছিঁড়ে ফেলেছেন সুমন হোসেন (২০) নামে এক যুবক। এ ঘটনায় গ্রামজুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে।
আহত দোকানি আমানুজ্জামান (৪৫) স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরে মুদি দোকান পরিচালনা করে আসছেন। ঘটনার দিন সকালে প্রতিবেশী আসাদুজ্জামানের ছেলে সুমন হোসেন তার দোকানে এসে বাকিতে সিগারেট চান। কিন্তু দোকানি পূর্বের বাকির টাকা পরিশোধ করতে বলেন এবং নতুন করে বাকিতে কিছু দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন সুমন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাকবিতণ্ডার একপর্যায়ে সুমন প্রথমে দেশীয় অস্ত্র হাঁসুয়া দিয়ে দোকানিকে আঘাতের চেষ্টা করেন, তবে স্থানীয়দের হস্তক্ষেপে তা ব্যর্থ হয়। এরপর হঠাৎ তিনি দোকানির ওপর ঝাঁপিয়ে পড়ে ডান কান কামড়ে ছিঁড়ে ফেলেন। ঘটনাস্থলেই দোকানি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করেন।
আহত আমানুজ্জামান ওই গ্রামের মৃত রমজান মণ্ডলের ছেলে। চিকিৎসকেরা জানিয়েছেন, কানটির একটি বড় অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন।
এ ঘটনায় মঙ্গলবার দুপুরে আহতের বড় ভাই নাজমুল ইসলাম দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি বলেন, “আমার ভাইকে নৃশংসভাবে আক্রমণ করেছে সুমন। এমন বর্বরতার জন্য যেন কঠোর শাস্তি হয়।”
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।”
গ্রামবাসীর ভাষ্য, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে এমন ভয়ঙ্কর হামলা জনমনে আতঙ্ক তৈরি করেছে। তারা দাবি করছেন, অপরাধীর দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন কাজের সাহস না পায়।
বর্তমানে আহত দোকানি কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন, আর অভিযুক্ত যুবক পলাতক। পুলিশ জানিয়েছে, খুব শিগগিরই তাকে আইনের আওতায় আনা হবে। তথ্যসূত্র
📰আরো পড়ুন:☞ সারজিস আলমের বিরুদ্ধে ১০ কোটি টাকা মামলা
🌏 আমাদের খবর পড়ুন : www.motherland24.com