📝 স্ত্রীর বিশ্বাসঘাতকতা ও মানসিক আঘাতে ফেসবুকে হিরো আলমের আবেগঘন স্ট্যাটাস — বিকেল ৫টায় জানাজা ঘোষণা করে তোলপাড় অনলাইনে
ডেস্ক রিপোর্ট: দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। এবার তিনি এমন এক ঘোষণা দিয়েছেন যা শুনে স্তম্ভিত হয়েছেন তার ভক্ত, অনুসারী এবং অনলাইনে সক্রিয় নেটিজেনরা।
গত কয়েক মাস ধরেই হিরো আলম এবং তার স্ত্রী রিয়া মনিকে ঘিরে বিতর্ক থামছিল না। ব্যক্তিগত জীবনের নানা দ্বন্দ্ব, অভিযোগ আর পাল্টা অভিযোগে বারবার শিরোনাম হয়েছেন এই অনলাইন তারকা। বিষয়টি নতুন মোড় নেয় গত ৭ আগস্ট সকালে, যখন হিরো আলম ফেসবুকে একাধিক পোস্ট দিয়ে অভিযোগ করেন, তার স্ত্রী রিয়া মনি কক্সবাজারে প্রেমিক ম্যাক্স অভির সঙ্গে রাত কাটাচ্ছেন।
এ অভিযোগের পরপরই রিয়া মনি জানিয়ে দেন, তিনি ইতিমধ্যেই হিরো আলমকে তালাক দিয়েছেন। এই ঘটনা হিরো আলমকে গভীরভাবে আঘাত করে। মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে নিজের ফেসবুক ওয়ালে এক আবেগঘন স্ট্যাটাস দেন তিনি। সেখানে লেখেন —
“রিয়া মনি মিথ্যা কথা বলে। তালাক আর পরকীয়া মেনে নিতে পারলাম না। হিরো আলম ওষুধ খেয়ে মরে না। আজকে সত্যি সত্যি মারা যাব। রিয়া মনির ভালোবাসা মিথ্যে ছিল — মেনে নিতে পারলাম না। রিয়া মনিকে কত ভালোবাসি — আজকে নিজেকে শেষ করে বুঝিয়ে দেব। আমি রিয়াল ছিলাম। কাল বিকেল ৫টায় জানাজা আমার নিজ বাসায়।”
হিরো আলমের এই ঘোষণা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। অসংখ্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষী কমেন্ট করে তাকে এমন সিদ্ধান্ত থেকে সরে আসার অনুরোধ জানান। অনেকেই তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং মানসিকভাবে শক্ত থাকার পরামর্শ দেন।
এদিকে, হিরো আলমের এই পোস্টকে কেন্দ্র করে অনলাইনে চলছে তুমুল আলোচনা ও সমালোচনা। কেউ কেউ এটিকে ব্যক্তিগত জীবনের অতিরিক্ত প্রকাশ্যকরণ হিসেবে দেখছেন, আবার অনেকে মনে করছেন, এটি তার চরম হতাশার বহিঃপ্রকাশ।
বর্তমানে হিরো আলম কোথায় আছেন এবং তার পরিস্থিতি কী — সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য মেলেনি। তবে তার ঘোষিত সময় অনুযায়ী, আগামীকাল বিকেল ৫টায় তার নিজ বাসায় জানাজা হওয়ার কথা, যা নিয়ে জনমনে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। তথ্যসূত্র
📰আরো পড়ুন:☞ “ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, কবর থেকে লাশ ফেরত দিতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারীর হুঁশিয়ারি”
🌏 আমাদের খবর পড়ুন : www.motherland24.com