ঢাকাFriday , 1 August 2025
  1. অন্যান্য
  2. অন্যান্য দল
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আ:লীগ
  6. আইন-আদালত
  7. আনন্দ সময়
  8. আন্তর্জাতিক
  9. আমাদের মিডিয়া
  10. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  11. ইসলামের আলো
  12. এনসিপি
  13. খুলনা বিভাগ
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

আ.লীগের ‘গোপন বৈঠক’ থেকে গ্রেফতার ২২, সেনা কর্মকর্তা হেফাজতে

Link Copied!

📰 ঢাকায় ‘গোপন বৈঠকের’ অভিযোগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২২ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া ওই বৈঠকের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে সেনাবাহিনীর এক মেজরকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সেনা সদর দফতরের কর্মকর্তারা।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সেনা সদরের নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম জানান, গ্রেফতার হওয়া মেজরের বিষয়ে তারা অবগত এবং বিষয়টি তদন্তাধীন। তদন্ত শেষে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, গত ৮ জুলাই রাজধানীর বসুন্ধরা এলাকার একটি কনভেনশন সেন্টারে দিনব্যাপী একটি ‘গোপন বৈঠক’ অনুষ্ঠিত হয়। এ বৈঠকে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন। বৈঠকে সেনাবাহিনীর এক মেজর আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রশিক্ষণ দেন বলেও অভিযোগ রয়েছে।

ঘটনার পর রাজধানীর ভাটারা থানায় একটি মামলা দায়ের করে পুলিশ। মামলার এজাহারে বলা হয়, দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করাই এই বৈঠকের উদ্দেশ্য ছিল।

সংবাদ সম্মেলনে মিলিটারি অপারেশনসের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম-উদ-দৌলা জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর ঐ মেজরকে হেফাজতে নেওয়া হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তদন্তে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে প্রচলিত বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ◾

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। আমাদের ওয়েবসাইট- www.motherland24.com