ঢাকাMonday , 11 August 2025
  1. অন্যান্য
  2. অন্যান্য দল
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আ:লীগ
  6. আইন-আদালত
  7. আনন্দ সময়
  8. আন্তর্জাতিক
  9. আমাদের মিডিয়া
  10. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  11. ইসলামের আলো
  12. এনসিপি
  13. খুলনা বিভাগ
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

আমি চাই তাদের ডিএনএ পরীক্ষা করা হোক, শারীরিক সম্পর্ক হয়েছে কি না তা দেখা হোক: হিরো আলম

Link Copied!

📝 স্ত্রী ও প্রেমিকের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছেন হিরো আলম! কক্সবাজারের রাত নিয়ে বিস্ফোরক অভিযোগ

📰 বগুড়ার আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম স্ত্রী রিয়া মনি ও তার কথিত প্রেমিক ম্যাক্স অভির বিরুদ্ধে থানায় ও আদালতে মামলা করার ঘোষণা দিয়েছেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল বিতর্ক।

বিনোদন ডেস্ক: বগুড়ার আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেতা আশরাফুল আলম ওরফে হিরো আলম আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। স্ত্রী রিয়া মনি এবং তার কথিত প্রেমিক ম্যাক্স অভির বিরুদ্ধে অপহরণ ও মানহানির অভিযোগ এনে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন তিনি। সোমবার (১১ আগস্ট) দুপুরে মুঠোফোনে সংবাদমাধ্যমকে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

হিরো আলম জানান, তিনি দুটি মামলা করতে যাচ্ছেন—একটি বগুড়া সদর থানায় এবং অন্যটি আদালতে। বগুড়া সদর থানায় অভিযোগপত্র ইতিমধ্যেই জমা দেওয়া হয়েছে। আদালতে মামলার প্রক্রিয়াও চলছে।

তার ভাষায়, “ম্যাক্স অভি ও রিয়া মনি অবৈধ কাজ করেছে। তারা মিথ্যা বলে রিয়া মনিকে নিয়ে গেছে। আমি রিয়া মনিকে ডিভোর্স দিইনি। বন্ধু হলে তাদের কক্সবাজারে যেতে হবে কেন? আমি চাই, তাদের ডিএনএ পরীক্ষা করা হোক, শারীরিক সম্পর্ক হয়েছে কি না তা দেখা হোক।”

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বলেন, অভিযোগের বিষয়টি তারা শুনেছেন। অভিযোগপত্র হাতে পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, গত মাসে তৃতীয় স্ত্রী রিয়া মনির সঙ্গে সম্পর্কের টানাপড়েনের মধ্যেই ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন হিরো আলম। এরপর কিছুদিনের জন্য সম্পর্ক স্বাভাবিক হলেও মাস না পেরোতেই নতুন বিতর্ক শুরু হয়।

হিরো আলম সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্ট দিয়ে অভিযোগ করেন, তার স্ত্রী রিয়া মনি প্রেমিক ম্যাক্স অভির সঙ্গে কক্সবাজারের একটি হোটেলে রাত কাটিয়েছেন। এ ঘটনায় ফেসবুক ও ইউটিউবে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

পরে রিয়া মনি ঘোষণা দেন, তিনি হিরো আলমকে তালাক দিয়েছেন। তবে হিরো আলমের দাবি, তালাক হয়নি, বরং তাকে প্রতারণা করে এই পরিস্থিতি তৈরি করা হয়েছে।

এই ঘটনা নিয়ে অনলাইনে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। অনেকেই বিষয়টি নিয়ে সমালোচনা করছেন, আবার অনেকে হিরো আলমের পাশে দাঁড়াচ্ছেন। সব মিলিয়ে, বগুড়ার এই কন্টেন্ট ক্রিয়েটরের ব্যক্তিগত জীবন যেন একের পর এক নাটকীয় মোড় নিচ্ছে, যা সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো ছড়িয়ে পড়ছে। তথ্যসূত্র

 

📰আরো পড়ুন:☞ হিরো আলমকে তালাক দিলেন রিয়া মনি, কক্সবাজারে অভির সঙ্গে থাকার অভিযোগে তোলপাড়

🌏 আমাদের খবর পড়ুন : www.motherland24.com

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। আমাদের ওয়েবসাইট- www.motherland24.com