📝 দীর্ঘ ৯ বছর পর ফের একসঙ্গে মঞ্চে এলেন বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী। সোমবার (৪ আগস্ট) নজরুল মঞ্চে অনুষ্ঠিত হলো বহু প্রতীক্ষিত সিনেমা ‘ধূমকেতু’র ট্রেলার লঞ্চ। আর সেখানেই তৈরি হলো এক ঐতিহাসিক মুহূর্ত। দর্শকরা পেলেন চমক, আবেগ আর নতুন সম্ভাবনার ইঙ্গিত।
যেখানে একসময় বাংলা ছবির বক্স অফিসে সাড়া ফেলে দেওয়া জুটি দেব-শুভশ্রী ব্যক্তিগত কারণে আলাদা হয়ে গিয়েছিলেন, সেখানেই ফের দেখা গেল দুজনকে পাশাপাশি। শুধু দেখা নয়, নাচলেন, গাইলেন, মঞ্চ মাতালেন এবং ‘বিপদ’ ডেকে আনার মতো মন্তব্যও করলেন!
কৌশিক গঙ্গোপাধ্যায় যা বললেন!
যখন দেবকে প্রশ্ন করা হয়, ফের একসঙ্গে ছবি করবেন কি না, তখন তিনি হেসে বলেন,
“আমরা কী ছবি করব? কৌশিকদা তো শুধু বুম্বাদা (প্রসেনজিৎ) আর জয়া আহসানকে চেনেন! আমাদের তো ভুলেই গেছেন!”
এই মন্তব্যের উত্তরে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ও মজা করেই পালটা দেন,
“তোমরা নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনলে। এবার তোমাদের নিয়ে ছবি আমি বানাবোই। চিত্রনাট্য তৈরি করছি, কাজ করতেই হবে!”
আবার একসঙ্গে দেব-শুভশ্রী?
এই কথোপকথনের মধ্য দিয়ে অনুরাগীদের মধ্যে আশার আলো জ্বলেছে। সিনেমাপ্রেমীরা এখন অপেক্ষায়— তবে কি ফের একসঙ্গে বড় পর্দায় ধরা দেবেন দেব-শুভশ্রী?
এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বরফ গলার ইঙ্গিত পেয়ে উচ্ছ্বসিত দর্শকমহল। আর যদি কৌশিক গঙ্গোপাধ্যায় সত্যিই তাদের নিয়ে ছবি নির্মাণ করেন, তবে নিঃসন্দেহে তা হবে বাংলার বক্স অফিসের এক বড় ঘটনা।
‘ধূমকেতু’ মুক্তি পাবে চলতি মাসেই। সিনেমাটি নিয়ে উত্তেজনা তুঙ্গে। ট্রেলারেই বোঝা যাচ্ছে, এই ছবি হতে চলেছে একদম অন্য ধাঁচের। এখন দেখার, দেব-শুভশ্রী এই নতুন মাইলফলক কতদূর নিয়ে যেতে পারেন। 🔎তথ্যসূত্র
📰আরো পড়ুন👉২৪ ঘণ্টার মধ্যে ভারতীয় পণ্যে আরও শুল্ক বসাতে যাচ্ছেন ট্রাম্প, কারণ রাশিয়ার তেল।