ঢাকাThursday , 14 August 2025
  1. অন্যান্য
  2. অন্যান্য দল
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আ:লীগ
  6. আইন-আদালত
  7. আনন্দ সময়
  8. আন্তর্জাতিক
  9. আমাদের মিডিয়া
  10. ইসলামী আন্দোলন বাংলাদেশ
  11. ইসলামের আলো
  12. এনসিপি
  13. খুলনা বিভাগ
  14. খেলাধুলা
  15. চট্টগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

৬০ টাকার চাল ৩০ ও ১৫ টাকায়: সরকারের বিশাল ঘোষণা, কোটি মানুষ উপকৃত হবে

Link Copied!

সরকারের খাদ্যবান্ধব কর্মসূচিতে এবার রেকর্ড পরিমাণ পরিবার ছয় মাস ধরে ৩০ ও ১৫ টাকায় পাবেন ৬০ টাকার মানসম্মত চাল

📝 সরকার ঘোষণা দিয়েছে ৬০ টাকার চাল ৩০ ও ১৫ টাকায় দেওয়ার। এবার খাদ্যবান্ধব কর্মসূচিতে ৫৫ লাখ পরিবার ছয় মাস এই সুবিধা পাবেন। জানুন বিস্তারিত।

ডেস্ক রিপোর্ট: ৬০ টাকার চাল ৩০ ও ১৫ টাকায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার, যা দেশের কোটি মানুষের জন্য এক বিশাল সুখবর। খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানিয়েছেন, ঢাকাসহ বিভিন্ন জায়গায় মানসম্মত চাল বাজারে ৬০ টাকা কেজিতে বিক্রি হলেও, তা ওএমএসে ৩০ টাকা এবং খাদ্যবান্ধব কর্মসূচিতে মাত্র ১৫ টাকায় দেওয়া হবে।

বুধবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় ফেনী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “খারাপ মানের কোনো চাল দেওয়া হচ্ছে না। অতীতে রেশনের চাল রান্না করলে দুর্গন্ধ বের হতো, এখন সেই সময় নেই।”

খাদ্যবান্ধব কর্মসূচির ব্যাপক সম্প্রসারন

১৭ আগস্ট থেকে শুরু হতে যাওয়া খাদ্যবান্ধব কর্মসূচি এবার ৫৫ লাখ পরিবারকে ছয় মাস ধরে সুবিধা দেবে। আগস্ট-নভেম্বর এবং ফেব্রুয়ারি-মার্চ মাসে প্রতিটি পরিবার ৩০ কেজি করে চাল পাবে। ডিসেম্বর-জানুয়ারিতে আমন ফসল আসায় সেই সময় বিতরণ বন্ধ থাকবে।

বর্তমানে দেশের খাদ্য মজুত ২২ লাখ মেট্রিক টন, যার মধ্যে ২০ লাখ টনের বেশি চাল রয়েছে। আমন ফসল ভালো হলে আমদানির প্রয়োজন কমে যাবে।

প্রযুক্তি নির্ভর ভূমি সেবা

আলী ইমাম মজুমদার জানান, নামজারি, খতিয়ান এখন ডিজিটাল প্রক্রিয়ায় করা যাচ্ছে। এতে বিরোধ কমে আসবে এবং জনগণের সচেতনতা বাড়বে।

বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তা

তিনি আরও বলেন, বাঁধ মেরামত, কৃষক পুনর্বাসন এবং হতদরিদ্রদের খাদ্যবান্ধব কর্মসূচিতে আনা হচ্ছে। তথ্যসূত্র

📰আরো পড়ুন:☞ ১৯ বছর পর বিটিভির পর্দায় ফিরছে নতুন কুঁড়ি – নস্টালজিয়ার জোয়ারে দর্শকরা

🌏 আমাদের খবর পড়ুন : www.motherland24.com

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি। আমাদের ওয়েবসাইট- www.motherland24.com