📝 ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল সকাল ১০টায় অনলাইনে প্রকাশ, আবেদন বেড়েছে রেকর্ড সংখ্যায়
মাদারল্যান্ড24 ডেস্ক: ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল আজ রবিবার (১০ আগস্ট) সকাল ১০টায় প্রকাশ করা হবে। শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, গত ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত টেলিটক মোবাইলের মাধ্যমে পুনঃনিরীক্ষণের আবেদন গ্রহণ করা হয়। প্রতি বিষয়ে ১৫০ টাকা ফি দিয়ে এবারে রেকর্ডসংখ্যক শিক্ষার্থী আবেদন করেছেন।
এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট ৯২ হাজার ৮৬৩ শিক্ষার্থী পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছে। এসব শিক্ষার্থীর মোট ২ লাখ ২৩ হাজার ৬৬৪টি খাতা পুনঃমূল্যায়নের জন্য গৃহীত হয়েছে। গত বছরের তুলনায় এবারের আবেদনকারীর সংখ্যা বেড়েছে প্রায় ২১ হাজার এবং চ্যালেঞ্জ হওয়া খাতার সংখ্যা বেড়েছে প্রায় ৪০ হাজার।
কোন বিষয়ে বেশি আবেদন
সবচেয়ে বেশি আবেদন পড়েছে গণিত বিষয়ে—৪২ হাজার ৯৩৬টি। দ্বিতীয় সর্বোচ্চ আবেদন এসেছে ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্রে—প্রতিটিতে ১৯ হাজার ৬৮৮টি করে খাতা। এরপর রয়েছে পদার্থবিজ্ঞান (১৬ হাজার ২৩৩টি) এবং বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র (১৩ হাজার ৫৫৮টি)। সবচেয়ে কম আবেদন পড়েছে চারু ও কারুকলা বিষয়ে, মাত্র ৬টি।
ফল দেখার নিয়ম
শিক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে। ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট (www.dhakaeducationboard.gov.bd)-এ গিয়ে সংশ্লিষ্ট বোর্ড ও পরীক্ষার তথ্য দিয়ে রোল নম্বর প্রবেশ করালেই ফল জানা যাবে। মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের আওতাধীন পরীক্ষার্থীরাও একইভাবে ফলাফল দেখতে পারবেন।
অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা
শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় সারাদেশে ৬ লাখ ৬৬০ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এর মধ্যে ছাত্র ৩ লাখ ২৪ হাজার ৭১৬ জন এবং ছাত্রী ২ লাখ ৭৫ হাজার ৯৪৪ জন।
শিক্ষাবিদরা মনে করছেন, পুনঃনিরীক্ষণের ফল অনেক শিক্ষার্থীর জন্য ইতিবাচক পরিবর্তন আনতে পারে। তাই যেসব শিক্ষার্থী আবেদন করেছেন, তারা আজকের ফলাফলের দিকে নজর রাখছেন। তথ্যসূত্র
📰আরো পড়ুন:☞ গাজীপুর স্টাইলে’ ৫ সাংবাদিককে হত্যার পরিকল্পনা, ফেনীতে ছাত্রলীগের হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস