📝 ভোলাগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পাথর উত্তোলনের অভিযোগ, বিএনপির শীর্ষ নেতার সব পদ স্থগিত — স্থানীয়দের ক্ষোভ চরমে
ডেস্ক রিপোর্ট: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপিতে বড় ধাক্কা লেগেছে। দলীয় নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনের সব পদ স্থগিত করা হয়েছে। সোমবার (১১ আগস্ট) রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, সাহাব উদ্দিনের স্থলে উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী আব্দুল মান্নানকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আদালতের নিষেধাজ্ঞায় শাহ ভোলাগঞ্জ এলাকায় পাথর উত্তোলন দীর্ঘদিন ধরে বন্ধ থাকার কথা থাকলেও, পটপরিবর্তনের সুযোগে প্রভাবশালী একটি মহল অবৈধভাবে পাথর উত্তোলন করছে। বিশেষ করে আরেফিন টিলা ও রোপওয়ে বাংকার এলাকায় দিনে-দুপুরে পাথর লুট চলছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় স্থানীয়দের ক্ষোভ চরমে পৌঁছেছে। অভিযোগ উঠেছে, এই অবৈধ কর্মকাণ্ডের নেপথ্যে রয়েছেন সদ্য পদস্থগিত হওয়া উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিন। স্থানীয়দের দাবি, এই লুটপাট শুধু প্রাকৃতিক সম্পদ ধ্বংস করছে না, বরং পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।
পরিবেশ অধিদপ্তরের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। অভিযোগ রয়েছে, সংস্থাটি কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। বরং দীর্ঘদিন ধরে অবৈধ পাথর উত্তোলন চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নীরব ভূমিকা পালন করছে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এ ধরনের ঘটনা শুধু দলের ভাবমূর্তি নষ্ট করে না, বরং স্থানীয় জনগণের আস্থা হারানোর কারণ হয়ে দাঁড়ায়। তাই বিএনপির পক্ষ থেকে দ্রুত ও কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপকর্মে জড়াতে সাহস না পায়।
ভোলাগঞ্জ এলাকা একসময় পর্যটকদের আকর্ষণের কেন্দ্র হলেও, অবৈধ পাথর উত্তোলনের কারণে প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে। পাহাড়-টিলা ক্ষয়ে যাচ্ছে, নদীর প্রবাহ বদলে যাচ্ছে, আর স্থানীয়রা হারাচ্ছেন তাদের জীবিকার প্রধান উৎস।
উল্লেখ্য, শাহ ভোলাগঞ্জে পাথর উত্তোলন বন্ধে একাধিকবার আদালতের নির্দেশনা জারি হয়েছে। কিন্তু প্রভাবশালী মহল সেই নির্দেশনা অমান্য করে দিনের পর দিন পাথর লুট চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে।
এই ঘটনায় সিলেট জুড়ে ব্যাপক আলোচনা চলছে এবং অনেকেই আশা করছেন, এবার হয়তো আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং পরিবেশ রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তথ্যসূত্র
📰আরো পড়ুন:☞ ভারতে ৫ বাংলাদেশি গ্রেপ্তার—পুলিশ ও আ.লীগ কর্মী দাবি করে ধরা পড়ল ভিডিওতে!
🌏 আমাদের খবর পড়ুন : www.motherland24.com