📝 গাজীপুরে এক মর্মান্তিক ও ভয়াবহ ঘটনায় দুই সংবাদকর্মী সন্ত্রাসীদের নির্মম হামলার শিকার হয়েছেন। চাঁদাবাজি নিয়ে ফেসবুক লাইভ করার কয়েক ঘণ্টার মধ্যেই সাংবাদিক আসাদুজ্জামান তুহিন (৩৮) কে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
অপরদিকে, আনোয়ার হোসেন সৌরভ নামে আরেক সাংবাদিককে প্রকাশ্য রাস্তায় পাথর দিয়ে পা থেতলে দিয়ে নির্মমভাবে মারধর করেছে সন্ত্রাসীরা।
নিহত তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ–এর গাজীপুর প্রতিনিধি ছিলেন। বৃহস্পতিবার বিকেলে চান্দনা চৌরাস্তা এলাকায় ফুটপাতের অবৈধ দোকান নিয়ে চাঁদাবাজির বিরুদ্ধে একটি ফেসবুক লাইভ করেন তিনি। রাত ৮টার দিকে তিনি মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসেছিলেন। ঠিক সেই সময় কয়েকজন দুর্বৃত্ত তাকে ঘিরে ফেলে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপায় এবং গলা কেটে ফেলে পালিয়ে যায়।
বাসন থানার ওসি শাহীন খান জানান, ‘‘তুহিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।’’
অন্যদিকে, গাজীপুর সদর থানার কাছে বুধবার বিকেল ৫টার দিকে সাংবাদিক আনোয়ার হোসেন সৌরভকে নির্মমভাবে মারধর করে সন্ত্রাসীরা। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, তাকে টেনে-হিঁচড়ে নিয়ে গিয়ে লাঠি, লাথি ও পাথর দিয়ে পিটানো হয়। এক সন্ত্রাসী পাথর দিয়ে তার পা ও শরীরে একাধিকবার আঘাত করে।
এই ঘটনায় উপস্থিত এক পুলিশ সদস্য নির্যাতনের সময় খুব একটা সক্রিয় ভূমিকা না নেওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।
আহত সাংবাদিককে দ্রুত উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার পায়ে গুরুতর আঘাত রয়েছে এবং পুরো শরীরে ক্ষতের চিহ্ন রয়েছে।
আনোয়ার হোসেনের মা বাদী হয়ে গাজীপুর সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। ওসি মেহেদী হাসান জানান, ‘‘এই ঘটনায় মামলা হয়েছে এবং ইতিমধ্যেই দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।’
📣 দেশজুড়ে সাংবাদিক সমাজ ও সাধারণ মানুষ এই হামলার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করছেন। অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। তথ্যসূত্র
📰আরো পড়ুন:☞ ফেইজবুকের নতুন নীতিমালায় বন্ধ হচ্ছে মনিটাইজেশন সুবিধা