📝 জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর সন্তান ও পরিবারের বিরুদ্ধে মিথ্যা তথ্য ও গুজব ছড়ানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। ফেসবুক স্ট্যাটাসে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, কিছু মানুষ সত্য-মিথ্যার বোধ হারিয়ে ফেলেছেন, ন্যূনতম সম্মানবোধও নেই। তারা গসিপ, মনগড়া গল্প ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সমাজকে বিষাক্ত করে তুলছেন।
অপূর্বর মতে, অনেক গড়পড়তা মানুষ যাচাই না করেই এসব গুজব শেয়ার বা রিঅ্যাক্ট দেন, যা ভুল বিচার তৈরিতে ভূমিকা রাখে। বিশেষ করে সন্তানের প্রতি বাবা-মায়ের ভালোবাসা নিয়েও নোংরা মন্তব্য ও অপমানজনক আচরণকে তিনি “চরম অমানবিক” বলে উল্লেখ করেছেন।
তিনি বলেন, “যাদের পরিবারে কোনো মূল্যবোধ তৈরি হয়নি, যাদের সমাজ মানবিকতা শেখাতে ব্যর্থ হয়েছে, তাদেরকে কোনো জ্ঞান দিয়ে লাভ নেই। এই মানুষরা জানেই না প্রতিটি বাবা-মায়ের কাছে তাদের সন্তান জীবনের সবচেয়ে বড় অংশ।”
অপূর্ব আরও জানান, কিছু নীচু মানসিকতার মানুষ বাবা-পুত্রের গভীর ভালোবাসার মধ্যেও বিকৃত অর্থ খোঁজার চেষ্টা করেছেন। ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে মিথ্যা ও মনগড়া তথ্য ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হয়েছে, যা সাংবাদিকতা পেশাকেও কলঙ্কিত করছে।
তিনি নিশ্চিত করেছেন, এসব অপপ্রচারকারীদের বিরুদ্ধে ইতোমধ্যে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বাংলাদেশ সাইবার ক্রাইম ইউনিটের তৎপরতায় তিনজনকে শনাক্ত করে আটক করা হয়েছে, এবং বাকিদেরও শিগগির আইনের আওতায় আনা হবে।
শেষে অপূর্ব সবাইকে আহ্বান জানান— সমাজকে গুজবমুক্ত ও সুস্থ রাখার জন্য একসঙ্গে কাজ করতে। পাশাপাশি যারা তাকে ভালোবাসা ও সমর্থন দিয়ে পাশে আছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তথ্যসূত্র
📰আরো পড়ুন:☞ শরীর স্পর্শের আগে অনুমতি নিতেন শাহরুখ খান: অভিনেত্রী শিবা চাড্ডার অভিজ্ঞতা